× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



আবারও গাড়ি কিনেছেন অর্জুন কাপুর

বলিউড অভিনেতা অর্জুন কাপুর আবারও গাড়ি কিনেছেন। নতুন গাড়িটির মডেল হলো মার্সিডিজ-মেব্যাক জিএলএস ৬০০ এসইউভি। এটি বিশ্বের বিলাসবহুল গাড়িগুলোর তালিকায় রয়েছে। বলিউড তারকা রণবীর সিংও চলতি বছরের প্রথম দিকে এই মডেলের গাড়ি ক্রয় করেছিলেন। জানা গেছে, অর্জুনের নতুন এই গাড়ির দাম ২ কোটি ৪৩ লাখ রুপি। যা বাংলাদেশী মুদ্রায় ২ কোটি ৮১ লাখ টাকার বেশি! নীল রঙের গাড়িটি গ্রহণের সময় ক্যামেরাবন্দী হয়েছেন অর্জুন। সে ছবি তার ফ্যানক্লাব থেকে প্রকাশ করা হয়েছে। যা ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে।Advertisement
কয়েক মাস আগেই আরেকটি গাড়ি কিনেছিলেন অর্জুন কাপুর। সেটি ছিল ল্যান্ড রোভার ডিফেন্ডার। এছাড়া বছর তিনেক আগে মাসেরাতি লেভান্তে মডেলের গাড়িটিও কিনেছিলেন এই তারকা। এদিকে অর্জুন বর্তমানে ব্যস্ত আছেন তার নতুন সিনেমা ‘ভূত পুলিশ’-এর প্রচারণায়। এই সিনেমায় তিনি প্রথমবার অভিনয় করেছেন সাইফ আলী খানের সঙ্গে। সিনেমাটিতে তাদের বিপরীতে অভিনয় করেছেন ইয়ামি গৌতম ও জ্যাকুলিন ফার্নান্দেজ। আগামী ১৭ সেপ্টেম্বর ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে এই সিনেমা।Advertisement

No comments