× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



নিউএরা'র সহযোগীতায় সমকাল সুহৃদ সমাবেশের দুই শতাধিক বৃক্ষরোপন

বেসরকারি উন্নয়ন সংস্থা নিউএরা ফাউন্ডেশনের সহযোগীতায় বৃক্ষরোপন করেছে সমকাল সুহৃদ সমাবেশ। ২৯ আগস্ট বিকেলে ঈশ্বরদীর সাঁড়াগোপালপুর কেন্দ্রিয় কবরস্থান, রাস্তার ধারে, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ বৃক্ষরোপন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সমকাল সুহৃদ সমাবেশের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক আমান। সভাপতি আর কে বাবুর সভাপতিত্বে কর্মসূচীতে বক্তব্য রাখেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নিউ এরা ফাউন্ডেশনের উপ-পরিচালক মোস্তাক আহমেদ কিরণ, সমকালের ঈশ্বরদী প্রতিনিধি সেলিম সরদার, সাঁড়াগোপালপুর কেন্দ্রিয় কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কুদ্দুস চৌধুরী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিশ্বাস, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, বিনা পয়সার পাঠশালা খ্যাত প্রবীণ শিক্ষক তাহেরুল ইসলাম, স্বর্ণকলি বিদ্যাসদনের পরিচালক মনিরুল ইসলাম বাবু, সুহৃদ উপদেষ্টা ও পৌর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু, সুহৃদ সমাবেশের সিনিয়র সহসভাপতি তৌফিক আলম সোহেল, অ্যাডভোকেট মোঃ আলী আজম, প্রবাসী পিয়ারুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানের সমন্বয় করেন সমকাল সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ। দোয়া পরিচালনা করেন হযরত আবু হুরায়রা কওমিয়া মাদ্রাসার মুহতামিম মওলানা মোঃ আবুল কালাম আজাদ। উল্লেখ্য যে, বেসরকারি উন্নয়ন সংস্থা নিউএরা ফাউন্ডেশন এই মৌসুমে পাঁচ হাজার বৃক্ষরোপনের উদ্যোগ গ্রহণ করেছে। সেই উদ্যোগের ধারাবাহিকতায় সমকাল সুহৃদ সমাবেশকে মেহগনি, বকুল, কৃষ্ণচূড়াসহ দুইশত চারা গাছ দেওয়া হয়।

No comments