ঈশ্বরদী আওয়ামীলীগের সম্মেলন, ভোটের মাধ্যমে আসবে নতুন নেতৃত্ব
আজ ২৯ সেপ্টেম্বর বহুল পরীক্ষিত ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সম্মেলন। সম্মেলন উপলক্ষ্যে কয়েকদিন ধরেই ঈশ্বরদীতে রাজনীতি টক অব দ্যা পয়েন্টে পরিণত হয়। সম্মেলনে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব নায়েব আলী বিশ্বাস ও বর্তমান মেয়র ইছাহক আলী মালিথা সভাপতি ও সাবেক পৌরমেয়র আবুল কালাম আজাদ মিন্টু ও সাকিবুর রহমান শরীফ কনক সাধারণ সম্পাদক হিসেবে লড়ছেন। সম্মেলনে পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব নুরুজ্জামান বিশ্বাস তার বক্তৃতায় ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের কথা বলেন। ফলে ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব আসবে বলে মনে করছেন সাধারন নেতা-কর্মীরা। তবে কে হচ্ছেন নতুন কান্ডারী তা জানতে অপেক্ষা করতে হবে সম্মেলন সম্পন্ন হওয়া পর্যন্ত। নতুন নেত্বত্বে চমক থাকবে বলে মনে করেন অনেকে।।ADVERTISEMENT (rafiqul)
Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments