ঈশ্বরদীতে ডোবা থেকে শিশু রিজভীর লাশ উদ্ধার
মোঃ খায়রুল বাশার (মিঠু)
ঈশ্বরদীতে নিখোঁজের এক দিন পর বাড়ীর পাশের ডোবা থেকে রিজভী নামের দুই বছরের শিশুর লাশ উদ্ধার হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) ডোবায় লাশ ভাসতে দেখে পুলিশে খবর দিলে দুপুর ১২টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরদী শহরের বেনারশি পল্লী এলাকা থেকে শিশুটি নিখোঁজ হন। নিখোঁজের পর শিশুটির বাবা হোসেন বিন পাশা এবং এলাকার অনেকেই খোঁজাখুজি করে শিশুটির খোঁজ না পেয়ে ঈশ্বরদী থানা পুলিশকে অবহিত করেন। শুক্রবার সকালে এলাকাবাসী শিশুটির মৃতদেহ ডোবায় ভাসতে দেখে বিষয়টি পরিবার এবং পুলিশকে খবর দেন। থানা পুলিশের একটি দল দুপুর ১২টার দিকে বাড়ির অদুরের ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার। Advertisement
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ জানান, বেনারশি পল্লী এলাকা থেকে রিজভী নামের এক শিশুর ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনা পানিতে ডুবে মৃত্যু হিসেবেই মনে হয়েছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। Advertisement
No comments