× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



পারিবারিক কলহে ছেলের হাতে বাবা খুন

পারিবারিক কলহের জেরে বাবাকে কুপিয়ে হত্যা করেন আরিফ হোসেন (২২) নামের এক যুবক। বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মোক্ষপুর ইউনিয়নের সাতাইডিঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুদ্দিন। Advertisement
নিহত আলী হোসেন উপজেলার মোক্ষপুর ইউনিয়নের সাতাইডিঙ্গি গ্রামের মৃত ওয়াহেদ আলী ছেলে। আরিফ অনার্সে পড়াশোনা করেন। পুলিশ জানায়, আলী হোসেন প্রায়ই তার স্ত্রীকে মারধর করতেন বলে অভিযোগ রয়েছে। বুধবার রাতের খাওয়ার পর ঘুমাতে যাওয়ার আগে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাদানুবাদ হয়। একপর্যায়ে ছেলে আরিফও জড়িয়ে পড়েন। এ সময় আরিফ তার বাবাকে ফেরানোর চেষ্টা করেন। হঠাৎ আরিফ ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা দা দিয়ে বাবা আলী হোসেনকে কুপিয়ে আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুদ্দিন বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ঘটনার পর থেকেই আরিফ পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান চলছে। Advertisement

No comments