ঈশ্বরদীতে বীরমুক্তিযোদ্ধা সেলিম হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ
বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিম হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে ঈশ্বরদী মুক্তিযোদ্ধা সংসদের সামনের সড়কে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
রবিবার (১২ সেপ্টেম্বর) মুক্তিযোদ্ধা-জনতা আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪(ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।
বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, উপজেলা আ’লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ রশিদুল্লাহ, বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক, ঈশ্বরদী পৌর আ’লীগের সভাপতি সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাম খান, বীরমুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম রফিক, বীরমুক্তিযোদ্ধা হবিবুল ইসলাম হব্বুল, আ’লীগ নেতা রেজাউল করিম রাজা, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মুরাদ আলী মালিথা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মাসুদ রানা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ঈশ্বরদী শাখার আহবায়ক আব্দুর রহমান মিলন, নিহত মুক্তিযোদ্ধা সেলিমের মেয়ে অন্তরা রহমান ও সানজানা রহমান তৃপা প্রমূখ।
এসময় আরো উপস্থিত ছিলেন আ’লীগ নেতা জহুরুল হক মালিথা, তরিকুল ইসলাম ভাদু, আলম মোহাম্মদ, সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের বিশ্বাস, নারী নেত্রী পারভীন আক্তারসহ বীরমুক্তিযোদ্ধা, দলীয় নেতাকর্মী ও সাধারণ জনতা মানবন্ধনে অংশ নেন।ADVERTISEMENT (rafiqul)
Advertisement (sandha)
Advertisement (madimart)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments