× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



ঈশ্বরদীতে মাদকদ্রব্যসহ আটক ২

ঈশ্বরদীর পাকশীতে মাদকদ্রব্য (১ কেজি) গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পাকশী পুলিশ ফাঁড়ির সদস্যরা। আটককৃত আসামীদ্বয় রাজশাহী জেলার বাঘা থানার মালিয়াদহ গ্রামের আতাহার আলীর ছেলে রিপন হোসেন (৩২) ও একই গ্রামের ফহিম মালিথার ছেলে জহুরুল ইসলাম(৪০)। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ সেপ্টেম্বর ) সকাল ৯টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের সিভিল হাট নামক স্থানে পাকশী পুলিশ ফাঁড়ির এএস আই রবিউল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন। এসময় আটককৃত আসামী রিপন ও জহুরুলের দেহ তল্লাশি করে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, দীর্ঘদিন ধরে রিপন ও জহুরুল বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।ADVERTISEMENT (rafiqul)
Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)

No comments