× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



খুঁজছে পুলিশ মিলির বাবা-মাকে

মিলি নামে হারিয়ে যাওয়া এক শিশুর অভিভাবককে খুঁজছে পুলিশ। শিশুটির বয়স আট বছর। মিলি বর্তমানে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদে রয়েছে। মিলির গায়ের রং শ্যাম বর্ণ ও উচ্চতা চার ফুট। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল লাল সাদা রংয়ের স্কার্ট ও সবুজ বল প্রিন্টের ওড়না। বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। ডিএমপির পক্ষ থেকে বলা হয়, সোমবার উত্তরার ৭ নম্বর সেক্টরের মাস্কট প্লাজার সামনে থেকে মিলিকে উদ্ধার করে উত্তরা পশ্চিম থানার টহল পুলিশ। নাম-ঠিকানা জিজ্ঞেস করলে তার বাবার নাম আল আমিন ও মার নাম শারমিন বলে জানায়। বিষয়টি নিইয়ে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ আরও বলেছে, শিশুর কোনো স্বজনের সন্ধান পাওয়া গেলে বা কোনো ঠিকানা জানা থাকলে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে (ডিউটি অফিসার : মোবাইল নম্বর ০১৭৪৫-৭৭৪৪৮৭, টিঅ্যান্ডটি নম্বর ০২৪৮১১৮৫৪২) যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।Advertisement (madimart)
ADVERTISEMENT (rafiqul)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)

No comments