× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



মমতা মুখার্জীর চরিত্রে মিথিলা

তিনি এখন ওপার বাংলার বউ। সবার প্রিয় পরিচালক সৃজিত মুখার্জীর সঙ্গে সংসার পেতেছেন। বেশ সুখেই কাটছে দিন। কাজ করছেন নানা রকম সিনেমায়। কলকাতায়ও বেশ ব্যস্ত হয়ে উঠেছেন মিথিলা। শোনা যাচ্ছে, আরও একটি নতুন সিনেমায় কাজ করতে যাচ্ছেন তিনি। এখানে তাকে দেখা যাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা মুখার্জীর চরিত্রে। ভারতীয় গণমাধ্যমে এ তথ্যই প্রকাশ হয়েছে। সেখানে দাবি করা হয়, ওপার বাংলার রাজনীতিক মদন মিত্রকে নিয়ে বায়োপিক নির্মাণ করতে যাচ্ছেন রাজর্ষি দে। সেখানে মদনের চরিত্রে থাকবেন শ্বাশত চ্যাটার্জী। থাকবে আরও অনেক পরিচিত মুখ। তাদের ভিড়েই তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা হয়ে আসবেন মিথিলা। কামারহাটির বিধায়ক মদন মিত্রের বায়োপিকে নায়িকা কে হবেন তা এখনো নিশ্চিত হয়নি। এদিকে মিথিলা অভিনীত অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ ছবিটি মুক্তির অপেক্ষায়। এখানে তিনি অভিনয় করেছেন নিরব, মিশা সওদাগর ও নওশাবাদের সঙ্গে।ADVERTISEMENT (rafiqul)
Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)

No comments