× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



হাফপ্যান্ট পরে উপস্থাপনা

এক সংবাদ উপস্থাপকের একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেটিতে দেখা যায়, ব্রিটিশ গণমাধ্যম বিবিসির সাংবাদিক শন লে ব্লেজার ও টাইয়ের সঙ্গে হাফপ্যান্ট পরিধান করে সংবাদ উপস্থাপন করছেন। ডেইলি মেইল জানিয়েছে, ক্যামেরার সামনে কোভিড-১৯ পরিস্থিতিতে ভ্রমণ বিধিনিষেধ নিয়ে সংবাদ উপস্থাপন করছিলেন বিবিসির সাংবাদিক শন লে। এ সময় সেকেন্ডের জন্য পেছনের একটি ক্যামেরায় দেখা যায়, তার পরনে হাফপ্যান্ট এবং গ্রীষ্মের জুতা। এটি সামাজিক যোগাযোগে বেশ ভাইরাল হয়েছে।Advertisement

No comments