আগামীকাল আইপিএলের ২০২১ এর দ্বিতীয় অংশ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ২০২১ এর দ্বিতীয় অংশ শুরু হতে যাচ্ছে আগামীকাল। বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়নস মুম্বাই ইন্ডিয়ানস ও মাহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স ২০ সেপ্টেম্বর ও মুস্তাফিজুর রহমানের রাজস্থান রয়্যালস পরদিন ২১ তারিখে মাঠে নামবে।
আইপিএলের এবারের আসর নিয়ে আগ্রহ থাকবে তুঙ্গে, কারণ এরপরই শুরু হতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের ঠিক আগে এ আসরটি ক্রিকেটারদের বাড়তি প্রস্তুতি হিসেবে কাজ করবে।
ভারতে অনুষ্ঠিত এ বছরের আসরটি মাঝ পথে বন্ধ হয়ে যায় ৪টি ফ্র্যাঞ্চাইজির বিভিন্ন ক্রিকেটার আক্রান্ত হওয়ার পর। করোনা প্রথম আঘাত হেনেছিল সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডারসের ক্যাম্পে।তারপর আরো ৩ ফ্রাঞ্চাইজিতে কোভিড সংক্রমণ পাওয়া গেলে আইপিএল স্থগিত হয়ে যায়।
বিসিসিআই টুর্নামেন্টের বাকি অংশ পুনরায় আয়োজন করতে মরিয়া চেষ্টা চালায়। কিন্তু ভারতের আন্তর্জাতিক ব্যস্ত সূচির জন্য এতোদিন আয়োজন সম্ভব হয়নি। আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনার পর সেখানে আইপিএলের ১৪তম আসরের দ্বিতীয় অংশ আয়োজনের ঘোষনা দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড।
স্থানীয় সরকারের কোভিড নিয়মানুযায়ী ক্রিকেটারদের কোয়ারেন্টাইন শর্ত পালন করে মাঠে নামতে হবে। কোভিড শর্তাবলির জন্য বিদেশি অনেক তারকা ক্রিকেটার দ্বিতীয় অংশে খেলতে আসেনি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৩তম আসরটিও অনুষ্ঠিত আরব আমিরাতে। তাই আমিরাত বোর্ডের উপরই আস্থা রেখেছে কোহলিদের বোর্ড। ১৫ অক্টোবর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে আইপিএলের ১৪তম আসরের।ADVERTISEMENT (rafiqul)
Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments