× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



যে কারনে ধরা পরল পাবনার ১১ দালাল

পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) পাবনা ক্যাম্পের সদস্যরা। এ সময় দালাল চক্রের ১১ জনকে গ্রেপ্তার করে জেল-জরিমানা করেছেন তারা। রোববার (৫ সেপ্টেম্বর) দুপুর থেকে টানা সাড়ে তিন ঘণ্টা অভিযানে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. লিখন আলী (২৫), মো. জাকির হোসেন (৪০), মো. নজরুল ইসলাম (৪০), মো. মেহেদী হাসান (৩০), মো. মাহামুদুল হাসান (৫২) প্রত্যেককে ৫০০ টাকা করে ২৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং একই চক্রের আব্দুল কালাম (৫০), সুমন শেখ (৪৫), সাব্বির হোসেন (২৭), জনি (২৫), হান্নান শেখ (৩৪) ও জামাল উদ্দিন (৫২) প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।Advertisement
র‌্যাব-১২ সিপিসি-২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কিশোর রায় জানান, জেলা প্রশাসনের সহযোগিতায় পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালদের দমনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দালাল চক্রের ১১ সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। তিনি আরও জানান, পাবনা পাসপোর্ট অফিস কার্যালয়ে সাধারণ নাগরিকদের পাসপোর্ট করার কথা বলে একটি দালাল চক্র মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে দুপুর থেকে অভিযান শুরু হয়। দালালদের উৎপাত রোধে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়। Advertisement

No comments