আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তন
হবিগঞ্জের আজমিরীগঞ্জের জলসুখা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তন করা হয়েছে। পূর্বের দেওয়া প্রার্থী শাহজাহান মিয়াকে পরিবর্তন করে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রুখসানা আক্তার শিখাকে মনোনয়ন দেওয়া হয়।
শনিবার (১৬ অক্টোবর) বিকেলে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনে আজমিরীগঞ্জের জলসুখা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে শাহজাহান মিয়াকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।
জানা যায়, শাহজাহান মিয়ার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় মনোনয়ন নিয়ে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীর জানান, আমি বিষয়টি লোকমুখে শুনেছি।
Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments