ঈশ্বরদী পল্লী চিকিৎসক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মোঃ খায়রুল বাশার (মিঠু)
বাংলাদেশ পল্লী চিকিৎ সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি ডাঃ এম.আনিসুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ডাঃ আলমগীর পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলার সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সাধারন সম্পাদক ডাঃ আঃ সালাম বাবু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, সাধারন সম্পাদক প্রভাষক আব্দুল বাতেন।
অনুষ্ঠানে আর বক্তব্য রাখেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সহ সম্পাদক ও বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার উপদেষ্টা সহকারী অধ্যাপক আবুল হাসেম।
সম্মলন শেষে ডাঃ এম.আনিসুর রহমান পূনরায় সভাপতি ও ডাঃ আলমগীর পারভেজকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটি অন্য সদস্যরা হলেন, সাংগাঠনিক সম্পাদক ডাঃ মোঃ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ, ডাঃ মোঃ সামসুদ্দীন সুজন মাহমুদ।
এ ছাড়াএ ডাঃ আঃ সালাম বাবু কে কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সাধারন সম্পাদক পদে ও ডাঃএম.আনিসুর রহমানকে কেন্দীয় কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদকের পদে অধিষ্ঠিত করায় উক্ত অনুষ্ঠানে দুই জনকেই সম্মানা ক্রেস্ট প্রদান করে সম্বর্ধনা দেওয়া হয়।।
No comments