× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



স্কুল-কলেজের শিক্ষার্থীদের টিকাদান শুরু

স্কুলশিক্ষার্থীদের টিকা দিতে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আনুষ্ঠানিকভাবে টিকাকেন্দ্র উদ্বোধন করা হয়েছে। রাজধানীতে আটটি কেন্দ্র করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে প্রতিদিন পাঁচ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। আজ সোমবার (১ নভেম্বর) সকাল ৮টা থেকে এ কার্যক্রম শুরু হয়। রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল এন্ড কলেজ টিকাদান কেন্দ্রে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এছাড়া আগামীকাল মঙ্গলবার থেকে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজসহ রাজধানীর ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে টিকা দেওয়া হবে। সেই কেন্দ্রগুলো হলো- হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল, সাউথপয়েন্ট স্কুল এন্ড কলেজ, চিটাগং গ্রামার স্কুল, আইডিয়াল স্কুল এন্ড কলেজ, ঢাকা কমার্স কলেজ, কাকলি হাই স্কুল এন্ড কলেজ, সাউথ ব্রিজ স্কুল। ডা. শামসুল হক বলেন, টিকা পেতে স্কুল শিক্ষার্থীদের সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে। তারা জন্মনিবন্ধন ব্যবহার করে নিবন্ধন করতে পারবে। তারপর মোবাইল এসএমএসের মাধ্যমে টিকা নেয়ার তারিখ ও টিকাদান কেন্দ্রের নাম জানানো হবে। শিক্ষার্থীদের টিকা নেয়ার জন্য তাদের টিকা কার্ড এবং জন্মনিবন্ধন কার্ড নিয়ে টিকা কেন্দ্রে আসতে হবে। যে ৮টি কেন্দ্র নির্বাচন করা হয়েছে সেখানে তারা নিজেদের শিক্ষার্থীদের পাশাপাশি আশপাশের নিবন্ধিত শিক্ষার্থীদের টিকা দিতে পারবেন। ফাইজার টিকাটি তাপমাত্রা সংবেদনশীল। যে কেন্দ্র, যে বুথে এই টিকা দিতে হয় সেটি শীতাতপ নিয়ন্ত্রিত হতে হয়। এ বিষয়টি বিবেচনা করে যেখানে আমাদের এই সুযোগ আছে সেই স্কুলগুলোকে নির্বাচন করা হয়েছে। এসব কেন্দ্রে ২৫টি বুথ করা হয়েছে। আমাদের লক্ষ্য হলো, প্রতিদিন যেন ৪ থেকে ৫ হাজার শিশুকে আমরা টিকা দিতে পারি। আমরা অনেকগুলো স্কুলের তালিকা চেয়েছিলাম কিন্তু মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিকভাবে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থাপনা রয়েছে এমন ৮টি স্কুলের তালিকা দিয়েছে। তবে পরবর্তী সময়ে এই কার্যক্রমকে ঢাকা শহরসহ আরো প্রায় ২২টি জেলায় শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি শুরুর প্রস্তুতি নিচ্ছি। পর্যায়ক্রমে সারাদেশে প্রতিটি জেলায় এই কর্মমসূচি সম্প্রসারিত করার জন্য প্রস্তুতি নেওয়া যাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, টিকা নেওয়ার পর কোনো শিশু অসুস্থ হয়ে পড়লে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। এই টিকাদান কার্যক্রমে শিশুদের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ফাইজারের টিকা ব্যবহার করা হবে।
Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)

No comments