× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ২

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে নরসিংদীর রায়পুরায় সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার কাচারিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন ওই এলাকার মলফত আলীর ছেলে সাদিব মিয়া (১৯) এবং আসাদ মিয়ার ছেলে হিরণ মিয়া (৩৫)। পুলিশ জানায়, কাচারিকান্দি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বড় শাহ আলম ও ছোট শাহ আলম গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। আসন্ন ইউপি নির্বাচনের জন্য তাদের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে এবং আজ সকালে তারা সংঘর্ষে জড়ায়। দুই গ্রুপের লোকজন টেঁটা, আগ্নেয়াস্ত্রসহ একে অপরের ওপর হামলা চালায়। হামলায় নারীসহ ৯ জন টেঁটা ও গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় হয়। কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)

No comments