নৌকার নির্বাচনি সভায় বিএনপি নেতা প্রধান অতিথি
এবার ইউপি নির্বাচনে এক নৌকা প্রার্থীর নির্বাচনি সভাতে প্রধান অতিথি হয়েছেন উপজেলা বিএনপির এক ভাইটাল নেতা। গত রোববার বিকালে উপজেলার ৩নং কোলা ইউনিয়ন আলীগের নৌকার চেয়ারম্যান প্রার্থী মনোয়ার হোসেন বাদশার এক নির্বাচনি সভাতে উপজেলা বিএনপির ২নং যুগ্ম আহ্বায়ক ডা. নূরুল ইসলাম প্রধান অতিথি হন। বিষয়টি বর্তমানে ফেসবুকে ভাইরাল হয়েছে।
জানা গেছে, সদ্য ৩য় ধাপে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর উপজেলার ১১ ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় নৌকার প্রার্থীদের নামও ঘোষণা করা হয়েছে। এতে ৩নং কোলা ইউনিয়নে নৌকার প্রার্থী করা হয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন বাদশা। এরপর তিনি গত রোববার উপজেলার দামদারপুর বাজারের ঈদগা মাঠে এক নির্বাচনি জনসভা ডাকে। বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের সভাপতিতে ওই নির্বাচনি সভাতে প্রধান অতিথি করা হয় বিএনপি নেতা ডা. নূরুল ইসলামকে। সভায় আরো বক্তব্য দেন, ডা. আব্দুল কুদ্দুস, আলতাপ হোসেন ও মুকুল হোসেন প্রমুখ।
Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments