× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



আজ মমতার শপথ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বৃহস্পতিবার ‍বিধানসভায় সাংসদ হিসেবে শপথ নেবেন। একই সঙ্গে শমসেরগঞ্জ ও জঙ্গিপুর কেন্দ্রের দুজন বিজয়ী প্রার্থীও শপথ নেবেন। সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভার স্পীকার বিমান বন্দ্যোপাধ্যায় পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেন। সূত্র জানিয়েছে, পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় চেয়েছিলেন রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানটি করা হোক। কিন্তু সোমবার পার্থ চট্টোপাধ্যায় এক চিঠিতে জানান, ৭ অক্টোবর মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ হিসেবে বিধানসভায় শপথ নেবেন এবং সেই অনুষ্ঠানে রাজ্যপালকে শপথবাক্য পাঠ করানোর জন্য অনুরোধ করা হয়েছে।

No comments