× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



বঙ্গবন্ধু চত্ত্বরে নিউ এরা ফাউন্ডেশনের বৃক্ষরোপন

গাছ লাগাবো, প্রাণ বাঁচাবো, গড়বো সুখী দেশ, ফুল ফোটাবো, ফল ধরাবো, বাঁচবে পরিবেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সবুজ বনায়নের লক্ষ্যে কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশন। সংস্থাটির চলমান কর্মসূচীর অংশ হিসেবে দাশুড়িয়া ট্রাফিকমোড়ে বঙ্গবন্ধু চত্ত্বরে বৃক্ষরোপন করা হয়। ৪ অক্টোবর সোমবার সকালে অনুষ্ঠিত এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল সরদার, নিউ এরা ফাউন্ডেশনের উপ-পরিচালক মোস্তাক আহমেদ কিরণ, সাংবাদিক মাহবুবুল হক দুদু, দাশুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম বাদশা মালিথা, সাবেক চেয়ারম্যান আক্তারুজ্জামান, ইউপি সদস্য আনিসুর রহমান, এম আই এস কর্মকর্তা আহমাদুল্লাহ মিলন, তথ্য কর্মকর্তা গোপাল অধিকারী, ঈশ্বরদী নগর শাখার ব্যবস্থাপক ইসমাঈল হোসেন আকমল, কালিকাপুর শাখার শাখা ব্যবস্থাপক ওবায়দুল্লাহ, ইকবাল মাহমুদ ও সাগর সরদার।
এছাড়াও একই দিনে দাশুড়িয়া বাড়োয়ারী দেবক্রিয়া মন্দির ও শ্মশানে বৃক্ষরোপন করা হয়। এসময় মন্দির কমিটির সভাপতি প্রদীপ কুমার রাম, প্রধান উপদেষ্টা ও উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি আশুতোষ পাল,সম্পাদক মাধব কুন্ডু, পলান কর্মকার, উত্তম সাহা, প্রবীর সরকার, সৈকত সাহা, শ্মশান কমিটির সভাপতি রতন সাহাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, বেসরকারি উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশন চলতি বছরে ৫০০০ চারা রোপনের উদ্যোগ গ্রহণ করেছে। নিউ এরা ফাউন্ডেশনের বিভিন্ন শাখার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে এই কর্মসূচী বাস্তবায়ন হচ্ছে।ADVERTISEMENT (rafiqul)
Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)

No comments