× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



আবারও যমজ সন্তানের বাবা হচ্ছেন রোনালদো

মাঠের বাইরে দারুণ এক সুসংবাদ দিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। দ্বিতীয়বারের মতো জমজ সন্তানের বাবা হতে চলেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের সঙ্গে ছবি আপলোড করে তিনি লিখেছেন, ‘এটা জানিয়ে খুবই আনন্দ পাচ্ছি যে, আমরা জমজ সন্তানের অপেক্ষা করছি। আমাদের হৃদয় ভালোবাসায় ভরে গেছে।তোমাদের জন্য অপেক্ষার তর সইছে না।’ এ নিয়ে দ্বিতীয়বারের মতো জমজ সন্তানের বাবা হতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এর আগে ২০১৭ সালে সারোগেসির মাধ্যমে ইভা ও মাতেওর বাবা হন তিনি। একই বছর জর্জিনার কোলজুড়ে আসে রোনালদোর চতুর্থ সন্তান অ্যালানা মার্টিন। এ পর্তুগিজ সুপারস্টারের প্রথম সন্তান ক্রিশ্চিয়ানো জুনিয়রের জন্ম ২০১০ সালে। এখন জমজ সন্তানের অপেক্ষায় রয়েছেন তিনি। এ দুজনের জন্ম হলে ছয় সন্তানের বাবা হয়ে যাবেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)

No comments