× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



ডিবি-র‌্যাব সেজে ডাকাতি করত’

রাজধানী ও আশপাশের এলাকায় ডিবি ও র‌্যাব সেজে ‘ছিনতাই-ডাকাতি করা’ একটি চক্রের ৯ সদস্যকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) বলছে, বিভিন্ন ব্যাংকে টাকা জমা দিতে যাওয়া ও তুলতে যাওয়া ব্যক্তিদের নিশানা করত চক্রটি। কখনো র‌্যাব আবার কখনো গোয়েন্দা পুলিশ পরিচয়ে রাস্তা থেকে এই লোকদের মাইক্রোবাসে তুলে নিয়ে ঢাকার বাইরে নির্জন স্থানে গিয়ে মারধর করে তাদের সর্বস্ব কেড়ে নিয়ে রাস্তায় ফেলে দিত। গত মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর মতিঝিলে অভিযান চালিয়ে ঐ চক্রের ৯ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই-ডাকাতিতে ব্যবহূত একটি মাইক্রোবাস, প্রাইভেট কার, বিদেশি পিস্তল, ওয়্যারলেস সেট, এক জোড়া হাতকড়া ও ডিবির পোশাক উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন-আব্দুল্লাহ আল মামুন, ইমদাদুল শরীফ, খোকন মিয়া, মাসুদুর রহমান (তুহিন), মামুন সিকদার, কামাল হোসেন, ওয়াহিদুল ইসলাম, ফারুক ব্যাপারী ও মতিউর রহমান। গোয়েন্দা সূত্র জানায়, ডিবি গুলশান বিভাগের কাছে খবর আসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পোশাকে রাজধানীর মতিঝিল এলাকায় একটি চক্র ছিনতাই-ডাকাতির জন্য জড়ো হয়েছে। ঐ তথ্যের ভিত্তিতে তাদের একাধিক দল মতিঝিলের বলাকা চত্বর, ইউনুস সেন্টারের আশপাশের একাধিক ব্যাংকের কাছাকাছি অবস্থান নেয়। ঐ সময় মাইক্রোবাস ও প্রাইভেট কার নিয়ে ইউনুস সেন্টারের কাছে শিকারের জন্য ওত পেতে থাকে চক্রটি। পরে জনতার সহায়তায় তাদের ধরে ফেলে গোয়েন্দা পুলিশ।
Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)

No comments