গৃহবধূকে ধর্ষণ
পটুয়াখালীর বাউফলে এক গৃহবধূকে (৩০) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহবধূর মামা শশুর হারুন হাওলাদার (৫৫) তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় রবিবার রাতে বাউফল থানায় একটি মামলা করা হয়েছে। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ধর্ষক হারুন হাওলাদার ও ওই গৃহবধুর একই বাড়ির বাসিন্দা। হারুন প্রায়ই ওই গৃহবধুকে উত্যক্ত করতো।
রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই গৃহবধুর স্বামী গরুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হয়। এসময় গৃহবধূ তার দুই সন্তানকে ঘুম পড়িয়ে সংসারের কাজ করছিল। কিছুক্ষন পর হারুন হাওলাদার ওই গৃহবধূর ঘরের সামনে এসে জরুরী কথা আছে বলে ডাক দেয়।
সরল বিশ্বাসে গৃহবধূ কথা শোনার জন্য ঘর থেকে বের হলে তাকে অন্য একটি ঘরে নিয়ে জোড় করে ধর্ষণ করে। এসময় গৃহবধু চিৎকার দিলে বাড়ির লোকজন জড়ো হয়। একপর্যায়ে লম্পট হারুন হাওলাদার পালিয়ে যায়। এ বিষয়ে অভিযুক্ত হারুন হাওলাদারের কোন বক্তব্য পাওয়া যায়নি।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন সাংবাদিকদের বলেন, থানায় মামলা হয়েছে। ওই গৃহবধূকে মেডিকেল পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments