× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



শাহরুখ খানের পাশে দাঁড়ালেন হিরো আলম

সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে আলোচিত-সমালোচিত সরগম থাকেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। বিভিন্ন সময়ে মন্তব্যও তুলে ধরেন তার ফেসবুক জগতে। এবার বলিউডের বাদশা শাহরুখের ছেলে আরিয়ানকে মাদক মামলায় আটকের ঘটনায় ফেসবুক লাইভে তার অভিমত প্রকাশ করে পাশে দাঁড়াতে চান তিনি। বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে ফেসবুক লাইভে এসে নিজের অভিমত প্রকাশ করেন। এতে তিনি মাত্র ৪ মিনিটি ৩৫ সেকেন্ড কথা বলেন। তিনি মনে করেন শাহরুখের ছেলে আরিয়ানকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়ে থাকতে পারে। লাইভে আশরাফুল আলম বলেন, প্রতিটা ছেলের মা-বাবা তো জানে না যে তার সন্তান কোন দিন কি অপরাধ করবে । কিন্তু অনেক টাইমে দুর্ঘটনার সময়ের পরিপ্রেক্ষিতে কিছু ছেলে-মেয়েদের সাথে মিশে নষ্ট হয়, আবার কারো ষড়যন্ত্রে কারণে নষ্ট হয়। কেউ মনে চক্রান্ত করে নষ্ট করেন। তাই সন্তান যদি যদি কোন অন্যায় করে তা থেকে কোন অন্যায় তার শাস্তি কিন্তু বাবা-মার ঘাড়ে দেয়। তার বাবা শাহরুখ খান মনে করেন যদি সুপার স্টার না হলনি, আমাদের কিং না হলনি, তাহলে এ সময় এত আলোচনা-সমালোচনা হতো না। তিনি আরও বলেন- যদি একটা গরীব ঘরের সন্তান যদি হতো, কিংবা কোন বড়লোকের সন্তান হলে ধামা চাপা পড়ে থাকতো। আচ্ছা এই দুঃসময়ে আমরা তো আল্লাহ তা’লা যেন তাকে এ বিপদ থেকে রক্ষা করেন, তিনি যেন ধের্য ধরেন। মানুষ মাত্রই তো ভুল হয়। ভুল করেছে হয়তো আপনার সন্তান অবশ্যই। আর এর পেছনে কারো হাত আছে কি না এটাও অবশ্যই দেখতে হবে। আমার মনে তার ছেলেকে কেউ চক্রান্ত করে ফাঁসাছেন কিনা সেটাও দেখতে হবে। তাই আপনাকে বলব, আপনারা সত্যের উপরে থাকবেন। সাহস যোগাবেন।ADVERTISEMENT (rafiqul)
Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)

No comments