ঈশ্বরদীতে ভুয়া ডিবি পুলিশ অফিসার গ্রেফতার হলেন যেভাবে
ঈশ্বরদীর রুপপুর এলাকা থেকে মিশুক রহমান (৩৩) নামে এক ভুয়া ডিবি পুলিশ অফিসারকে গ্রেফতার করেছে পাকশী ফাঁড়ি পুলিশ। রবিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। আটক মিশুক কুষ্টিয়ার মজুমপুর এলাকার আলতাফ মোড়ের সাইদুর রহমানের ছেলে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর জানান, গত রবিবার রাতে রুপপুর এলাকায় কোন এক ব্যক্তি ডিবি পুলিশ অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন মটরসাইকেল থামিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পাকশী পুলিশ ফাঁড়ির কর্মকর্তা রবিউল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে বিভিন্ন জেরার পর ভুয়া প্রমানিত হলে আটক করা হয়।
আইনী প্রক্রিয়া শেষে গতকাল মঙ্গলবার দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments