দাশুড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৬ নং ওয়ার্ডে মোঃ আলাউদ্দীন খান বিজয়ী
সদ্য সমাপ্ত দাশুড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৬ নং ওয়ার্ডে মোঃ আলাউদ্দীন খান ঘুড়ি প্রতীকে ৯২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: মনসুর আলী ৮১৩ ভোট। এই ওয়ার্ডে মোট ভোটার উপস্থিতি ছিল ২৩১৪ জন এবং অনুপস্থিত ছিল ৬৫৫ জন। বিজয়ের পর আমাদের সংযোগকে দেওয়া এক প্রতিক্রিয়ায় মোঃ আলাউদ্দীন খান বলেন, আমি সকলের নিকট কৃতজ্ঞ। এই বিজয় সকলের। সকলের সহযোগীতা নিয়ে আমি আমার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করতে চাই।
Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments