× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



দাশুড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৬ নং ওয়ার্ডে মোঃ আলাউদ্দীন খান বিজয়ী

সদ্য সমাপ্ত দাশুড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৬ নং ওয়ার্ডে মোঃ আলাউদ্দীন খান ঘুড়ি প্রতীকে ৯২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: মনসুর আলী ৮১৩ ভোট। এই ওয়ার্ডে মোট ভোটার উপস্থিতি ছিল ২৩১৪ জন এবং অনুপস্থিত ছিল ৬৫৫ জন। বিজয়ের পর আমাদের সংযোগকে দেওয়া এক প্রতিক্রিয়ায় মোঃ আলাউদ্দীন খান​ বলেন, আমি সকলের নিকট কৃতজ্ঞ। এই বিজয় সকলের। সকলের সহযোগীতা নিয়ে আমি আমার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করতে চাই। Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)

No comments