দাশুড়িয়া ২ নং ওয়ার্ডে মো: ফিরোজ হোসেন বাকির চতুর্থ বার জয়ী
সদ্য সমাপ্ত দাশুড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের ২ নং ওয়ার্ডে মো: ফিরোজ হোসেন বাকি টিউবয়েল প্রতীকে ১২১৮ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: এনামুল হক ইউনুছ মোরগ প্রতীক নিয়ে পেয়েছে ৯০৮ ভোট। এই ওয়ার্ডে মোট ভোটার উপস্থিতি ছিল ২১৮৮ জন এবং অনুপস্থিত ছিল ১১৫৫ জন। বিজয়ের পর আমাদের সংযোগকে দেওয়া এক প্রতিক্রিয়ায় মো: ফিরোজ হোসেন বাকি বলেন, আমি সকলের নিকট কৃতজ্ঞ। এই বিজয় সকলের। সকলের সহযোগীতা নিয়ে আমি আমার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করতে চাই।
Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments