বায়োগ্রাফি নিয়ে কি বললেন কণ্ঠশিল্পী আসিফ আকবর !
সম্প্রতি বায়োগ্রাফি নিয়ে নিজের বিভিন্ন কথা তুলে ধরেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকরব। তার হুবহু তুলে ধরা হলো।
এই দেশে বেঁচে থাকতে সম্মাননা দেয়া হয়না। বাংলাদেশের বয়স আর আমার বয়স সমান। ইদানীং মরে কবরে গেলেও কারণে অকারেণে মুক্তি মিলছেনা কারোরই। সোশ্যাল মিডিয়ায় সর্বজ্ঞানী দেশবাসীর বিচার বিশ্লেষণের সর্বগ্রাসী আক্রমনের ছোবলে ন্যূজ হয়ে গেছে সব সিস্টেম। যে কোন বিষয়েই বিশেষজ্ঞঁ ভরপুর এক বেকার জাতি আমরা। ন্যায় সংগত কথা বললেও ঠেলে নিয়ে যাবে নিজের পার্টিগত যুক্তির কাছে। যেখানে শুধুই জিতে যাওয়ার প্রবনতা বিরাজমান সেখানে শিক্ষাদীক্ষার কোন অস্তিত্ব থাকেনা।
মিডিয়ার অনর্গল মিথ্যার বিষমাখানো ভাত খেয়ে ভর্তি হয়েছে জাতির পেট। প্রতিষ্ঠিত চোর বাটপার লুটেরাদের নীতিকথায় দলকানা দলদাসদের উৎসাহ দেখে মাঝে মধ্যে মনে হয় এই দেশে ঔপনিবেশিক গোলামীটা বৃটিশরা সলিডভাবে শিখিয়ে গেছে। পাছার ছাল উঠে যাবে তবুও দলকানার পাল চাটার দলের পক্ষেই থাকবে। দেশে তো আর কোন প্রতিবাদের অস্তিত্ব রাখেনি এই সরকার বাহাদুর। নিজের বেলায় হালিতে পাঁচটা আর পাবলিকের বেলায় হালিতে ডিম থাকে তিনটা, এরমধ্যে পঁচা দুইটা। কিছু কার্টুন উজির নাজির আছে তারা বিনোদন দিয়ে যাচ্ছে ক্রমাগত, নাম নিলেই ডিজিটাল আইনের খড়গ স্ট্যান্ডবাই। বিভক্ত জাতির এক অংশ তীব্র ব্যথা সহ্য করে বাঁশ নিচ্ছে পিছন দিক দিয়ে, আর ক্ষমতাসীন দলের খেটে খাওয়া তৃণমূল সমর্থকরা সামনাসামনি বাঁশ নিচ্ছে হাসিমুখে। মেরুদন্ডের কশেরুকা শুকিয়ে যাওয়া জাতি জবাবদিহিতা চাওয়ার বদলে ব্যস্ত আছে ক্রিকেট নিয়ে। চোখে লাগিয়ে দিয়েছে টিনের চশমা আর মুখে লেপ্টে দিয়েছে হালের বলদের খাঁচি। হাইব্রীডের দেশে শুধু চাষ করে যাও বৎস - বাঁচলে খাওয়াদাওয়া পরে হবে।
অনেক কিছু ভেবেই সিদ্ধান্ত নিয়েছি নিজের বায়োগ্রাফিটা তৈরী করে ফেলি। যে দেশে গুণী মানুষের মূল্যায়নের লেশমাত্র নেই, সেখানে আমি ছোটখাটো এক গায়ক নিজের ঢোলটা নিজেই বাজাই, এতে অনন্ত ফেঁটে যাবার সম্ভাবনা কম থাকবে। কিছু লোকের তো ইন্টারেস্ট আছে আমার সম্বন্ধে জানার !! বেশী বুড়ো হয়ে মরলে ভাল কন্টেন্ট হওয়া যাবেনা। এদেশের মানুষের অতো ধৈর্য্য নেই, শুধু লেটেস্ট মডেলের আলাপে মত্ত থাকি আমরা। বইটা লিখছেন সাংবাদিক এবং সুলেখক সোহেল অটল। চারমাস ধরে প্রচূর পরিশ্রম করছে ছেলেটা। আমার গোপন প্রকাশ্য সব ইতিহাস একাট্টা করছে। পরিবার শিক্ষা ক্রিকেট রাজনীতি আন্ডারওয়ার্ল্ড ড্রাগ প্রেম গানের পাশাপাশি বেড়ে উঠে মৃত্যুর পথে এগুনো সব বাস্তব ফ্যান্টাসী থাকবে এখানে। এই বায়োগ্রাফী প্রকাশ হবার পরে অনেক মামলা খাবো এটাও জানি। অনেকের দৃষ্টিতে খারাপ হয়ে যাবো, কারো কারো মায়াও পেতে পারি। সবাই নিজেরটা লুকাচ্ছে আর আমি সব প্রকাশ করে দিতে যাচ্ছি- এটাই এই জীবনে এক বিশাল তৃপ্তি আমার। কারো ভাল লাগলে সম্মান করবো, মন্দ লাগার ধার ধারিনা, নিজের কাছে ক্লিয়ার থাকতে চাই। সব ঠিক থাকলে ৩১শে মার্চে আসবে আমার বায়োগ্রাফি এবং অডিও বুক…
Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments