পাকশী ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৬ নং ওয়ার্ডে মো:আনোয়ার হোসেন বিজয়ী
সদ্য সমাপ্ত পাকশী ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৬ নং ওয়ার্ডে মো:আনোয়ার হোসেন ক্রিকেট ব্যাট প্রতীকে ১০১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মেম্বার প্রার্থী মিলন আহমেদ সামী (টিওবয়েল) মার্কা ১০০৫ ভোট পেয়েছেন। । বিজয়ের পর এক প্রতিক্রিয়ায় মমো:আনোয়ার হোসেন বলেন, আমি সকলের নিকট কৃতজ্ঞ। এই বিজয় সকলের। সকলের সহযোগীতা নিয়ে আমি আমার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করতে চাই।
Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments