× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন ঈশ্বরদীর কামাল হোসেন মিঠু

করোনা মহামারিতে জনসচেতনতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২১ পেয়েছেন পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের দরগাপাড়া গ্রামের সন্তান ও মুলাডুলি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সমাজ সেবক কামাল হোসেন মিঠু । ২০ নভেম্বর শনিবার বিকেলে জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস তাকে এই সম্মাননায় ভূষিত করেন। জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস সভাপতি এডভোকেট মোঃ মনির হোসেন সভাপতিত্বে এবং সোসাইটি ফর হিউম্যান রাইটস এর ভাইস চেয়ারম্যান শাহ আলম চুন্নুর সঞ্চালনায় অনুষ্ঠানে তাকে এই সম্মাননা তুলে দেওয়া হয়। কামাল হোসেন মিঠুর সম্মাননা প্রাপ্তি উপলক্ষ্যে গণসংবর্ধনা আয়োজন করছে মুলাডুলি_ইউনিয়ন_আওয়ামীলীগ। আজ বিকাল ৩ টায় মুলাডুলি আওয়ামীলীগ কার্যালয়ে তাকে সংবর্ধনা দেওয়া হবে।
উল্লেখ্য যে কামাল হোসেন মিঠুর নেতৃত্বে​ ১৯৮৭ সাল হতে মুলাডুলি ইউনিয়নের ২/৩ অংশ এলাকা আওয়ামীলীগ নামক সংগঠনের পরিচিতি পায়, ৯৬ সালে খালেদা জিয়ার নীল নকশার নির্বাচন বিরোধী আন্দোলন, ২০০১-২০০৬ সালে বিএনপি সরকারের নির্যাতন-অত্যাচারে প্রতিবাদে আন্দোলন, ২০১৩/১৪ সালের জামাত বিএনপির জ্বালাও পাোড়ার বিরুদ্ধে আন্দোলনের মুলাডুলি-দাশুড়িয়া-সলিমপুরের কিছু অংশের আন্দোলনের নেতৃত্ব দেন তিনি। সামাজিকভাবে সে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পৃষ্টপোষক ও সভাপতি। তার এই অর্জনে উৎফুল্ল নেতা-কর্মী ও সমাজের সাধারণ জনসাধারণ। এক প্রতিক্রিয়ায় কামাল হোসেন মিঠু আমাদের সংযোগকে বলেন, এই অর্জন আমার সৃজনশীল কর্মকান্ডকে আরও গতিশীল করবে। আমি মানুষের জন্য কাজ করেই আনন্দ পাই। সবসময় মানুষের পাশে থাকতে চাই। Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)

No comments