× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



পাল্টাপাল্টি অভিযোগ দুই প্রার্থীর

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার (১৪ নভেম্বর) রাতে উপজেলার কুমারী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেল ভাঙচুর ও কয়েকজনকে পিটিয়ে আহত করা হয়। স্থানীয়রা জানান, উপজেলার কুমারী ইউপি নির্বাচনে একই গ্রাম থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু সাঈদ পিন্টু ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন। রোববার (১৪ নভেম্বর) রাতে মোজাম্মেল হক ও আবু সাঈদ পিন্টু পাল্টাপাল্টি অভিযোগ করেন। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় আবু সাঈদ পিন্টুর সমর্থক সেলিম ও মোজাম্মেল হকের সমর্থক হিরণকে আটক করে পুলিশ । এ বিষয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হক জানান, রাতে নির্বাচনী অফিসে বসে ছিলাম। এ সময় প্রতিপক্ষ নৌকার প্রার্থীর লোকজন হামলা করে। হামলায় ৭-৮ টি মোটরসাইকেল ভাঙচুর ও একটিতে আগুন ধরিয়ে দেয় তারা। নৌকার চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদ পিন্টু বলেন, অফিসে দু’ একজন ছাড়া তেমন লোকজন ছিল না। এসময় প্রতিপক্ষ আনারস প্রতীকের সমর্থকরা হামলা চালিয়ে আমার সমর্থকদের আহত করে। হামলায় লাভলু ও দীপন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, কুমারীতে দুই প্রার্থীর অফিসে হামলার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দু প্রার্থীর দুজন সমর্থককে আটক করা হয়েছে। Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)

No comments