× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



১৬তম নিবন্ধনে উত্তীর্ণদের মেধাতালিকা প্রকাশ

১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জাতীয় মেধাতালিকা সোমবার (১ নভেম্বর) দিবাগত রাত ১২টায় প্রকাশ করা হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্রে জানা গেছে, উত্তীর্ণ প্রার্থীদের নাম ও ক্রম টেলিটকের ওয়েবসাইট থেকে দেখা যাচ্ছে। জানা গেছে, ২৮ অক্টোবর (বৃহস্পতিবার) মেধাতালিকা তৈরি করতে এক সপ্তাহ সময় চায় টেলিটক। নির্ধারিত সময়ের আগেই তালিকা হালনাগাদ হয়ে যাওয়ায় সোমবার মধ্যরাতে এটি প্রকাশ করে টেলিটক। উল্লেখ্য, ১৬তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ হয় গত ১৭ অক্টোবর। উত্তীর্ণ ১৮ হাজার ৫৫০ জনের মধ্যে স্কুল পর্যায়-২তে ৯৯২ জন, স্কুল পর্যায়ে ১৪ হাজার ৪৬ জন এবং কলেজ পর্যায়ে ৩ হাজার ৫০৮ জন রয়েছেন।
Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)

No comments