হতদরিদ্রদের চাল মুদি দোকানে বিক্রির অভিযোগ
ফরিদপুরের সালথায় হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০ টাকা কেজি দরের চাল মুদি দোকানে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে সালথা থানায় একটি মামলা দায়ের করেন।
সোমবার (১৫ নভেম্বর) রাতে আটঘর ইউনিয়নের গৌড়দিয়া বাজারে অভিযান চালিয়ে ৩০ বস্তা চালসহ পারভেজ মাতুব্বর (৪০) নামে এক মুদি দোকানদারকে গ্রেফতার করে পুলিশ। তবে পলাতক রয়েছেন ডিলার আব্দুল আলিম মোল্লা।
গ্রেফতার মুদি দোকানদার পারভেজের ছেলে সাব্বির মাতুব্বর দাবি করেন, ডিলার আলিম মোল্লার কাছ থেকে ৩৫ টাকা কেজি দরে ৩০ বস্তা চাল কেনেন তার বাবা। তবে এসব চাল সরকারি ছিল কি না তা তার বাবা জানতেন না। কেনা চাল গোডাউনে রাখা হয়। প্রতি বস্তায় ৫০ কেজি করে চাল ছিল। সোমবার (১৫ নভেম্বর) রাতে পুলিশ এসে গোডাউন খুলে সেই চালসহ বাবাকে আটক করে নিয়ে যায়।
এ ব্যাপারে বক্তব্য জানতে ডিলার আলিম মোল্লার মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
আলিম মোল্লার (৬৫) নাতি শাকিল মোল্লা (২৪) বলেন, এটি একটি ষড়যন্ত্র। রাজনৈতিক কারণে আমার দাদাকে ফাঁসানো হয়েছে। আমার দাদা কোথাও চাল বিক্রি করেনি।
সালথা উপজেলা খাদ্য কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, ডিলার আলিম মোল্লার বিরুদ্ধে একটি মুদি দোকানে কয়েক বস্তা চাল বিক্রির অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুজ্জামান বলেন, গৌড়দিয়া বাজারে অভিযান চালিয়ে একটি দোকান থেকে ১০ টাকা কেজি দরের ৩০ বস্তা চালসহ এক মুদি দোকানদারকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ডিলার পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।
ওসি আরও বলেন, এ ঘটনায় সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাশেদুজ্জামান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাছলিমা আকতার বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে ওই ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments