চঞ্চল-ফারিয়ার সংসারে দাম্পত্য
শাহরিয়ার চৌধুরী দেশের নামি একজন তারকা। তার স্ত্রী ঝর্ণা। কিন্তু দাম্পত্য জীবনে স্ত্রী ঝর্ণার সঙ্গে নানান ঝামেলায় জড়ান শাহরিয়ার। যা প্রভাব তার ক্যারিয়ারেও পড়ে। এমনই গল্প নিয়ে তৈরি হয়েছে সাইকোলজিকাল থ্রিলার নাটক ‘কুহক কাল’। এতে শাহরিয়ার চৌধুরীর চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী আর ঝর্ণা হয়েছেন ফারিয়া শাহরিণ।
সম্প্রতি উত্তরা ও আরটিভি স্টুডিওতে তিন দিন ধরে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা অলোক হাসান। নাটকটিতে আরও অভিনয় করেছেন নিশাত পিয়ম, শাহেদ আলী সুজন প্রমুখ।
নির্মাতা অলোক হাসান বলেন, ‘সর্বশেষ গত ঈদের কেটি নাটকে একসঙ্গে কাজ করেছিলেন চঞ্চল চৌধুরী ও ফারিয়া শাহরিণ। আমি এবারই প্রথম তাদের নিয়ে নাটক বানালাম। সাইকোলজিকাল থ্রিলার নাটকটির গল্পের মোড় দর্শককে ভাবাবে। সবাই অভিনয়ও করেছেন দুর্দান্ত। কাজটি নিয়ে আমি বেশ আশাবাদী।’
তিনি আরও জানান, আগামী মাসে আরটিভিতে দেখানো হবে ‘কুহক কাল’।
Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments