× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২২

ইউপি নির্বাচনকে কেন্দ্র করে যশোরের শার্শায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ২২ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ডিহি ইউনিয়নের পন্ডিতপুর গ্রামের শিশুতলার মোড় এলাকায় এ সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পর উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। খোঁজ নিয়ে জানা যায়, রাতে ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী খানজাহান আলীর সমর্থকরা ভোট চাইতে গেলে আরেক প্রার্থী কামরুজ্জামান জজ মিয়ার দুজন সমর্থক তাদের নিষেধ করেন। এতে খানজাহান আলীর সমর্থকরা ক্ষিপ্ত হয়ে তাদেরকে ধাওয়া করেন। এ সংবাদ খানজাহান আলী ও জজ মিয়া কর্মী-সমর্থকরা জানতে পারলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয়পক্ষের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়। সংঘর্ষে কামরুজ্জামান জজ মিয়ার কর্মী সমর্থক পন্ডিতপুর গ্রামের মতিয়ার রহমান (৪০), আমির আলী কবিরাজ (৬৫), জাকির হোসেন (৩৬), ইউসুফ (৩২), আনোয়ার (৫০), আলাল (৩২), চন্দ্রপুর গ্রামের আনসার আলী (৫৫), তরিকুল ইসলামসহ (২৬) ১৫ জন এবং খানজাহান আলীর কর্মী সমর্থকদের মধ্যে পন্ডিতপুর গ্রামের রুবেল (৩৫), আ. হালিম (৫৫), খলিশাখালী গ্রামের মিশির (৫৬) সজিব (২৫), জয়নাল (৪০), শাহিন আলম (৫০), চন্দ্রপুর গ্রামের মনির হোসেন মধু (৩৭) আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় জজ মিয়ার আটজন এবং খানজাহান আলীর দুজন কর্মীকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে জজ মিয়ার দুজন সমর্থকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ডাক্তার তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। তালা প্রতীকের মেম্বর প্রার্থী কামরুজ্জামান জজ মিয়া বলেন, মোরগ প্রতীকের প্রার্থী খানজাহান আলী কর্মী সমর্থকদের নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে আমার নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও আমার কর্মী সমর্থকদের ওপর হামলা করে। খানজাহান আলী বলেন, কামরুজ্জামানের লোকজন চন্দ্রপুর, খলিশাখালী গ্রাম থেকে এসে আমার কর্মী-সমর্থকদের আহত করে এবং কার্যালয়ে হামলা চালায়। এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান বলেন, ডিহির ৪ নম্বর ওয়ার্ড পন্ডিতপুর গ্রামের মেম্বর প্রার্থী কামরুজ্জামান জজ মিয়া ও খানজাহান আলীর কর্মী-সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তাদের দুপক্ষকে আমি থানায় ডেকে আপসে মীমাংসা মর্মে লিখিত মুচলেকা নিয়েছি। তারা পুনরায় এমন ঘটনা আর ঘটাবেন না বলে অঙ্গীকার করেন। Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)

No comments