ঈশ্বরদীতে নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন সাংসদ নুরুজ্জামান বিশ্বাস
ঈশ্বরদীতে অসময়ে শান্ত পদ্মা নদীতে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। ফলে ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। মঙ্গলবার ২৩ নভেম্বর নদীভাঙন এলাকা পরিদর্শন করছেন স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব নুরুজ্জামান বিশ্বাস। এসময় তিনি নদীর ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা গ্রহনের জন্য পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেন। ভাঙনরোধে পানি প্রবাহের গতিপথ পরিবর্তনের নির্দেশ দেন তিনি। এসময় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব নায়েব আলী বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, পৌর মেয়র ইসাহাক আল মালিথা , ভাইস চেয়ারম্যান (মহিলা) আতিয়া ফেরদৌস কাকলী, সাঁড়া ইউনিয়ন চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, নদীতে পানি কমার সাথে সাথে নদীর সাড়া এলাকায় ব্যাপক ভাঙন শুরু হয়েছে। পদ্মা পাড়ের বাসিন্দারা জানান, নদী ভাঙনের কারনে তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। নদী ভাঙনের কারণে তলিয়ে গেছে প্রায় শত বিঘা ফসলী জমি ও ৩ টি নৌকা।
Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments