× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে মারা গেলেন দগ্ধ ৫ জনই

রাজধানীর সায়েদাবাদ জনপথ মোড়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম কবির হোসেন (৪০)। এ নিয়ে এ ঘটনায় আশঙ্কাজনকভাবে দগ্ধ পাঁচ জনই মারা গেলেন। গতকাল বুধবার (১৭ নভেম্বর) রাত ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যু হয় তার। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের জরুরী বিভাগের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন। তিনি বলেন, কবিরের শরীরে ৮৫ শতাংশ দগ্ধ ছিল। শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছিল। তিরি আরও জানান, শুক্রবার সন্ধ্যায় যাত্রাবাড়ী সায়েদাবাদ জনপথ মোড় এলাকা থেকে ছয় জন দগ্ধ অবস্থায় হাসপাতালে আসে। এদের মধ্যে শামসুদ্দিন রবিন নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় আর বাকিদের ভর্তি রাখা হয়। চিকিৎসাধীন রিপন মিয়া, আবুল কালাম, বিশ্বনাথ ও শফিকুল ও সবশেষ কবির হোসেন মারা গেল। গত শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যায় সায়েদাবাদ জনপদ মোড়ে একটি দোতলা মার্কেটের নিচ তলাতে গ্যাস সিলিন্ডার রঙ করার দোকান থেকে এই বিস্ফোরণ ঘটনা ঘটে। এত তারা দগ্ধ হয়। মৃত কবির হোসেনের ভাতিজা আফজাল গাজী জানান, কবির হোসেনের বাড়ি শরীয়তপুরের সখিপুর উপজেলায়। বাবার নাম খলিল দেওয়ান। বর্তমানে মীরহাজিরবাগ এলাকায় থাকতেন। পেশায় রং মিস্ত্রী ছিলেন তিনি। Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)

No comments