দাশুড়িয়া ১ নং ওয়ার্ডে ডাবলু বিজয়ী
সদ্য সমাপ্ত দাশুড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের ১ নং ওয়ার্ডে আনোয়ারুল ইসলাম ডাবলু তালা প্রতীকে ৬৬৮ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: সাইফুল ইসলাম আপেল প্রতীক নিয়ে পেয়েছে ৬০১ ভোট। এই ওয়ার্ডে মোট ভোটার উপস্থিতি ছিল ১৯১৫ জন এবং অনুপস্থিত ছিল ৭৯৪ জন। বিজয়ের পর আমাদের সংযোগকে দেওয়া এক প্রতিক্রিয়ায় ডাবলু বলেন, আমি সকলের নিকট কৃতজ্ঞ। এই বিজয় সকলের। সকলের সহযোগীতা নিয়ে আমি আমার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করতে চাই।
Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments