× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



ভাঙ্গুড়ায় সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

পাবনার ভাঙ্গুড়ায় ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের সংবাদ প্রকাশ করায় চার সাংবাদিকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) ভাঙ্গুড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয়। মঙ্গলবার (২ নভেম্বর) রাতে মামলার কাগজপত্র হাতে পান বাদী-বিবাদীরা। তখনই বিষয়টি জানাজানি হয়। মামলার আসামিরা হলেন- ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ সময়ের প্রতিনিধি রায়হান আলী, প্রতিদিনের সংবাদের ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম আপন, আলোকিত সকাল পত্রিকার প্রতিনিধি মেহেদি হাসান রানা ও আব্দুল আজিজ। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, ছাত্রলীগ নেতা আব্দুল আলিমের বিরুদ্ধে গত ৮ অক্টোবর এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় ওই কিশোরীর অভিযোগের ভিত্তিতে ২৫ অক্টোবর স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এ সংবাদ রায়হান আলী, সিরাজুল ইসলাম আপন, আব্দুল আজিজ ও মেহেদী হাসান রানা ফেসবুকে নিজেদের প্রোফাইলে শেয়ার করেন। এর দুই দিন পর আব্দুল আলিম এ চার জনের বিরুদ্ধে আইসিটি অ্যাক্টে মামলা দায়ের করেন। এদিকে আইসিটি মামলা দায়েরের চার দিন পর ওই কিশোরীর বাবা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিমসহ তিন জনকে আসামি করে ভাঙ্গুড়া থানায় একটি ধর্ষণ মামলা করেন। এর প্রেক্ষিতে গত রোববার কিশোরীর স্বাস্থ্য পরীক্ষাসহ পাবনার আদালতে জবানবন্দি নেওয়া হয়। আদালতের নির্দেশ অনুযায়ী ধর্ষণ মামলার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। মামলার বিষয়টি নিশ্চিত করে বাদী আব্দুল আলীম বলেন, মিথ্যা সংবাদ পরিবেশন করে সামাজিকভাবে আমাকে হেয় করা হয়েছে। তাই তাদের বিরুদ্ধে আইসিটি অ্যাক্টে মামলা করেছি। অভিযুক্তরা সবাই সংঘবদ্ধ চোর সিন্ডিকেটের সঙ্গে জড়িত। এরা আমাদের বড়াল ব্রিজ স্টেশন এলাকায় চুরি করত। পৌর মেয়রের নির্দেশনায় আমি তাদের এলাকা থেকে উচ্ছেদ করায় একটি মেয়েকে দিয়ে এ মিথ্যা মামলা করিয়েছে। মামলার বিবাদী প্রতিদিনের সংবাদের প্রতিনিধি সিরাজুল ইসলাম আপন বলেন, ধর্ষণের ঘটনায় মামলা হওয়ার তিন দিন পরও আসামি গ্রেফতার হয়নি। উল্টো সাংবাদিকদের ভয়-ভীতি দেখানোর জন্য আইসিটি অ্যাক্টে মামলা হয়েছে। আমরা এ মামলা আইনিভাবে মোকাবিলা করব। ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়সাল বিন আহসান বলেন, মামলা সম্পর্কে থানা পুলিশ অবগত নয়। তবে এমন একটি মামলা হয়েছে বলে শুনেছি।
Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)

No comments