বাবা মেম্বার, ছেলে হতে চান চেয়ারম্যান
রাজশাহীর বাঘায় বাবা মেম্বার ও ছেলে চেয়ারম্যান পদে অংশ নিতে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। উপজেলার চকরাজাপুর ইউনিয়নে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা।
স্থানীয়রা জানান, ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আবদুর রহমান দর্জি। ২০০৩ ও ২০১৬ সালে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেম্বার নির্বাচিত হন। ২০২১ সালের ২৩ ডিসেম্বর নির্বাচনে তিনি ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেম্বার হতে যাচ্ছেন।
অন্যদিকে একই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন তার ছেলে রুবেল রানা। তিনি কোনো পদে না থাকলেও নিজেকে আওয়ামী লীগের কর্মী হিসেবে দাবি করেন।
এ বিষয়ে আবদুর রহমান দর্জি জানান, আমার ওয়ার্ডে কারও কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে সমাধানের চেষ্টা করি। এ কারণে গত নির্বাচনে এলাকাবাসী আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেম্বার নির্বাচিত করেছেন। এবারও আশা করছি বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেম্বার হবো।
অন্যদিকে চেয়ারম্যান প্রার্থী রুবেল রানা বলেন, ‘আমি চেয়ারম্যান পদে ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছি। আশা করছি আগামী ২৩ ডিসেম্বর চেয়ারম্যান হিসেবে বিজয়ী হবো।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুল আলম জানান, রুবেল রানা চেয়ারম্যান পদে ও তার বাবা আবদুর রহমান দর্জি মেম্বার পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। যে কেউ স্বাধীনভাবে নির্বাচন করতে পারেন। এতে কোনো বাধা নেই।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৫ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৯ নভেম্বর, প্রত্যাহার ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর এবং ভোটগ্রহণ ২৩ ডিসেম্বর।
এ ইউনিয়নে ১৫ চর রয়েছে। এখানে ভোটার ৯ হাজার ৭১৩। এর মধ্যে পুরুষ চার হাজার ৯৫৬ ও নারী চার হাজার ৭৫৪।
Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments