× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



ইউপি সদস্য হলেন তৃতীয় লিঙ্গের শাহিদা বিবি

প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন চারজন। সবাইকে পেছনে ফেলে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন তৃতীয় লিঙ্গের শাহিদা বিবি। খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের সংরক্ষিত (৪, ৫ ও ৬ নম্বর) ওয়ার্ডের সদস্য পদে বিজয়ী হন তিনি। খুলনায় তৃতীয় লিঙ্গের কারও বিজয়ী হওয়ার ঘটনা এটাই প্রথম। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১১ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে শাহিদা বিবি মাইক প্রতীক নিয়ে দুই হাজার ৭৪০ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লায়লা বেগম পেয়েছেন এক হাজার ৭১৪ ভোট। শাহিদা বিবি ডুমুরিয়া উপজেলার ৬ নম্বর বেতাগ্রাম সদর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম আবদুর রাজ্জাক মোড়ল। গ্রামের বাড়ি একই উপজেলার দক্ষিণ চুকনগরে। শাহিদা বিবি বলেন, প্রথম দিকে আমার প্রার্থিতার বিষয়টি অনেকে ভালোভাবে নেয়নি। ধীরে ধীরে মানুষের চিন্তা পাল্টেছে। Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)

No comments