× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



চেয়ারম্যান নির্বাচিত হয়ে হাতে মেহেদী, গায়ে কাঁচা হলুদ

শেরপুরের ৭নং নালিতাবাড়ী ইউনিয়নে দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান আসাদ মাস্টার। আর তাই ধারাবাহিক এই বিজয় উদযাপনে হাতকে রাঙিয়েছেন মেহেদী দিয়ে আর গায়ে কাঁচা হলুদ। দেখে মনে হতে পারে- কোনো যুবকের বিয়ে আয়োজন চলছে। জানা গেছে, তৃতীয় ধাপের নির্বাচনে রবিবার তার ধারাবাহিক এই বিজয় উদযাপনে সোমবার (২৯ নভেম্বর) ব্যতিক্রমী এই ঘটনার জন্ম দিয়েছেন তার প্রতিবেশি ও পরিবারের লোকজন। সূত্র জানায়, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আসাদ ৩ হাজার ৭৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক (চশমা প্রতীক) ২ হাজার ৮শ ৫০ এবং স্বতন্ত্র রেজাউল করিম মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫৭ ভোট। বিজয়ী হওয়ার পর সোমবার সকালে উপজেলার ছালুয়াতলা নিজ বাড়িতে স্বজন, ও নাতি-নাতনিরা মিলে বিয়ের মতো করে হাতে মেহেদি এবং গায়ে হলুদ দিয়ে গোসল করান চেয়ারম্যান আসাদকে। গোসল শেষে তাকে নতুন জামাইয়ের মতো টাকা দিয়ে বরণ করে নেন এলাকাবাসী। এ ব্যাপারে চেয়ারম্যান আসাদ বলেন, আমার অনিচ্ছা থাকলেও তারা বাধ্য করে। পরে তাদের খুশি করার জন্যই রাজি হই। Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)

No comments