সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন সাংসদ নুরুজ্জামান বিশ্বাস
সদ্যসমাপ্ত ঈশ্বরদীর সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে সংবাদ সম্মেলন করেছে পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব নুরুজ্জামান বিশ্বাস। মঙ্গলবার ৩০ নভেম্বর বিকেলে সংসদ সদস্যের নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় তিনি সদ্য সমাপ্ত ইউনিয়ন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সাংবাদিকদের ধন্যবাদ জানান। সেই সাথে ঈশ্বরদীর সকল উন্নয়নে সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঈশ্বরদীর আওয়ামীলীগ ঐক্যবদ্ধ। ঈশ্বরদীতে ফ্লাইওভার, বিমান বন্দর চালু, আইসিটি পার্ক নির্মাণ, রাস্তা-ঘাটের উন্নয়নসহ ব্যাপক উন্নয়নের কাজ চলছে ও প্রক্রিয়াধীন রয়েছে। সকল উন্নয়নে সাংবাদিকদের লেখনির তুলে ধরার আহবান জানান তিনি। এসময় ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব নায়েব আলী বিশ্বাস, সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, কৃষকলীগনেতা মুরাদ মালিথা, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল সরদার, সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: এমদাদুল হক রানা সরদার, মুলাডুলি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো: খালেক মালিথা, পাকশী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো: সাইফুজ্জামান পিন্টুসহ জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments