× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



মুলাডুলী ইউনিয়নে ৯ নং ওয়ার্ডে জনপ্রিয়তায় এগিয়ে পাঁচবারের সদস্য ওবায়দুল হক আনছারী

আগামী রবিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈশ্বরদী উপজেলার ৭টি ইউনিয়নের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। উপজেলার তিনটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়ায় তুমুল ভোটযুদ্ধ চলছে ইউপি সদস্যদের মধ্যে। তৃতীয় দফার এ নির্বাচনে ঈশ্বরদী উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে মুলাডুলী ইউনিয়ন পরিষদ (ইউপি) ভোটগ্রহণন অনুষ্ঠিত হবে। এই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৬ জন প্রার্থী। তবে উপজেলাজুড়ে সবার নজর কেড়েছেন এই ওয়ার্ডের পর পর পাঁট বার নির্বাচিত ইউপি সদস্য ও দুই বারের প্যানেল চেয়ারম্যান মো: ওবায়দুল হক আনছারী। উপজেলার মুলাডুলী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মোরগ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি । তাঁর সমর্থকদের মতে মো: ওবায়দুল হক আনছারী এই ওয়াডের্র জনপ্রিয়তায় এগিয়ে রয়েছে এবং জনগণ বিগত নির্বাচনের ন্যায় আবারও নির্বাচিত হবে। ওবায়দুল হক আনছারী একই ইউনিয়নের বেদুনদিয়া গ্রামের আলহাজ্জ্ব আবুল মুনসুর সরদারের ছেলে। নির্বাচনের তফসিল ঘোষণার আগ থেকেই সাধারণ মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন তিনি। আধুনিক ওয়ার্ড গড়ার প্রতিশ্রুতি দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত পাড়া-মহল্লার অলিগলি ও হাটবাজারে গণসংযোগে ব্যস্ত সময় পার করেন তিনি। গ্রামের সবার সঙ্গে ভালো সম্পর্ক থাকায় তার সমর্থকরাও জয়ের ব্যাপারে আশাবাদী। শিক্ষিত ও অভিজ্ঞ এই প্র্রাথী আমাদের সংযোগকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বলেন, আমি সবসময় সকল ধমের্র মানুষকে সাথে নিয়ে কাজে বিশ্বাসী। এলাকার মানুষকে সাবলম্বী করতে আমি সবসময় কাজ করে যাচ্ছি। আমি আমার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে পুনরায় সকলের নিকট ভোট চাই। আবারও জনগনের সেবা করতে চাই। তিনি আরও বলেন, নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বী আরও ৬ প্রার্থী রয়েছেন। তারপরও জয়ের সম্ভাবনা দেখছি। কারণ জনগণ আমার সরলতা এবং কাজের কারণে আমাকে পর পর পাঁচবার অনেক ভালোবাসেন। ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি আবারও নির্বাচিত হলে সবাইকে নিয়ে অসমাপ্ত কাজ সমাপ্ত করবো। ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বহরপুুরের ভোটার মো: নিজাম উদ্দীন বলেন, ওবায়দুল হক আনছারীর মন মানসিকতা উদার। তার কোনো অর্থনৈতিক লোভ-লালসা নেই। তাই আমরাও চাই ওবায়দুল হক আনছারী আমাদের ভোটে মেম্বার নির্বাচিত হয়ে এলাকার মানুষের সেবায় এগিয়ে আসুক। এলাকার রেজাননগরের আরেক ভোটার মো: শাহিনুর রহমান ফকির বলেন, যারা আমাদের ওয়ার্ডে সদস্য প্রার্থী তাদের মধ্যে শিক্ষিত প্রার্থী ওবায়দুল হক আনছারী । সকলের সঙ্গে তার সুস্পর্ক। এলাকায় তরুণদের ভালো জনপ্রিয়তাও অর্জন করেছেন তিনি। এলাকার নারী ভোটার মোছা: পলি খাতুন বলেন, বর্তমান সময়ে অনেকে যেখানে সরকারি বরাদ্দ সুষ্ঠুভাবে বন্টন করে না, ওবায়দুল হক আনছারী সেই দিক থেকে অনেক সৎ ও যোগ্য। তাই ওবায়দুল হক আনছারী ভোট দেওয়া উচিত। স্থানীয় ভোটারা জানান, এলাকার অনেক সুশীল সমাজ ওবায়দুল হক আনছারীর পক্ষে গণসংযোগ করছেন। তাদের আশা ভোট যুদ্ধে বিজয়ী হবেন ওবায়দুল হক আনছারী । জনগণ তাদের ভোট দিতে ভুল করবে না। Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)

No comments