× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



পাবনা সদরের ১০ ইউনিয়নে নৌকা পেলেন যারা

চতুর্থ ধাপে পাবনা সদর উপজেলার দশটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। শনিবার (২০ নভেম্বর) রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। দশটি ইউনিয়নে নৌকা প্রতীক মনোনয়নপ্রাপ্তরা হলেন- মালিগাছা ইউনিয়নে উম্মাত আলী, মালঞ্চি ইউনিয়নে আব্দুল আলীম, গয়েশপুর ইউনিয়নে শামসুল হক মণ্ডল, আতাইকুলা ইউনিয়নে আতিয়ার রহমান, হেমায়েতপুর ইউনিয়নে মঞ্জুরুল ইসলাম মধু, দাপুনিয়া ইউনিয়নের আম্বিয়া খাতুন, দোগাছি ইউনিয়নে আলতাব হোসেন খান, ভাড়ারা ইউনিয়নে আবু সাইদ খান, সাদুল্লাপুর ইউনিয়নে রহিজ উদ্দিন রইজ ও চরতারাপুর ইউনিয়নে রবিউল ইসলাম টুটুল। পাবনা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আবুল আহাদ বাবু এ তথ্য নিশ্চিত করেছেন। চতুর্থ ধাপে আগামী ২৩ ডিসেম্বর পাবনা সদর উপজেলার দশ ইউনিয়ন, ভাঙ্গুড়া উপজেলার চার ইউনিয়ন এবং আটঘরিয়া পৌরসভাসহ উপজেলার পাঁচটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)

No comments