ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে ১৫ নভেম্বর
দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে আগামী ১৫ নভেম্বর থেকে। মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল সোয়া সাতটায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় এ খবর নিশ্চিত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
জানা গেছে, শুধু আকাশপথে চলাচলের জন্য ভিসা দেওয়া হবে। ১২০ দিন মেয়াদের জন্য দেওয়া এ ভিসায় সর্বোচ্চ ৩০ দিন থাকা যাবে।
ভারতীয় হাইকমিশনার বলেন, করোনা মহামারির মধ্যেও আমরা ট্যুরিস্ট ভিসা চালু করছি। শুরুতে এক মাস মেয়াদের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হবে। যেতে হবে বিমানে। পর্যায়ক্রমে বিমানের পাশাপাশি স্থল ও রেলপথেও ভিসা দেওয়া হবে।
আখাউড়া স্থলবন্দরে দুই দেশের সীমান্তে ইমিগ্রেশন ভবন নির্মাণে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বাধার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ নিয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনা চলছে। আশা করা যায়, দ্রুত এর সমাধান হবে।
ভারতীয় হাইকমিশনার আরও বলেন, আমরা একসঙ্গে কাজ করে যাচ্ছি। বাংলাদেশ ও ভারতের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে।
Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments