× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



বাবা-মা ও মেয়ের মরদেহ উদ্ধার

সাভারের আশুলিয়ায় একটি কক্ষ থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ নভেম্বর) রাত ১০টার দিকে রূপায়ণ মাঠ এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ী থানার চর গরুক মন্ডল গ্রামের মুজাম মিয়ার ছেলে সবুর মিয়া (২৮), তার স্ত্রী রোজিনা (২৫) ও মেয়ে সুমাইয়া (০৯)। রোজিনা ওই এলাকার ফজর আলীর বাড়িতে ভাড়া থেকে স্থানীয় মেডলার কারখানায় চাকরি করতেন। পুলিশ জানায়, জামগড়ার রূপায়ন মাঠ এলাকার ফজর আলীর বাড়ি থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে সবুর মিয়াকে ঝুলন্ত অবস্থায় ও বাকিদের মরদেহ বিছানা থেকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রী-সন্তানকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছেন সবুর মিয়া। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আল-মামুন বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। কী কারনে সবুর মিয়া আত্মহত্যা করেছেন তার রহস্য উদঘাটন করার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রী-সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেছেন সবুর মিয়া। বিস্তারিত পরে জানানো হবে।

No comments