× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



পাবনাতে সরকারি বিদ্যালয়ের ভর্তি আবেদনের শেষ তারিখ ৮ ডিসেম্বর

পাবনা জেলা স্কুল ও পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং কৃষ্ণপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর ভতি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গতকাল ২৪ নভেম্বর জেলা প্রশাসনের সামাজিক যোগাযোগ মাধ্যম পেজে এই তথ্য জানানো হয়। এতে বলা হয় আগামী ২৫ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত ভতর্ি আবেদন চলবে। ১৫ ডিসেম্বর লটারীর মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। আবেদন http:gsa.teletalk.com.bd, আবেদন ফরম পূরণ ও ভতর্ি সংক্রান্ত বিস্তারিত তথ্য www.dshe.gov.bd / secondary circular/order এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

No comments