× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



টিকা নিয়ে বিড়ম্বনায় ঈশ্বরদীর টিকা আবেদনকারীরা

দীর্ঘদিনের করোনার কারণে বিপযস্থ হয়ে পরেছিল জনজীবন। এই মহামারী ভাইরাস থেকে মুক্তি পেতে আনা হয় করোনা টিকা। প্রথমদিকে টিকা গ্রহণে তেমন আগ্রহ না থাকলেও এন্টিবডি তৈরিসহ সরকারের প্রচার মাধ্যমের কল্যানে টিকার আওতায় এখন কয়েক কোটি মানুষ। সারাদেশের ন্যায় ঈশ্বরদীতেও বেড়েছে টিকা গ্রহিতার সংখ্যা। তবে ঈশ্বরদীতে টিকা এতে এসে বিড়ম্বনায় পরেছে আবেদনকারীরা। গতকাল শনিবার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে গিয়ে দেখা যায় টিকা নিতে দীর্ঘলাইন পুরুষ ও মহিলার। তরুণ থেকে বয়স্ক অনেকে এসেছে টিকা নিতে। তবে দীর্ঘলাইনের কারণে অনেকটা মলিন হয়ে উঠেছে বৃদ্ধ-বৃদ্ধার মুখ। তবুও মিলেনি স্বস্তির টিকা। ফিরে যেতে হয়েছে কয়েকহাজার আবেদনকারীকে। অন্যদিকে টিকা গ্রহিতার তুলনায় অপ্রতুল টিকা প্রদানকারী সেবিকা। লোকবল কম থাকায় বাড়ছে লাইন ও কাজ ব্যাহত হচ্ছে এই সেবায় নিয়োজিত সেবিকাদের। ফলে হিমসিম খাচ্ছে সেবিকারা অন্যদিকে বিড়ম্বনার শিকার হচ্ছে আবেদনকারীরা। সকলকে ক্ষুদেবার্তা দিয়ে টিকা না দিতে পারায় অসন্তুষ্টি প্রকাশ করেন অনেকে। ভেতরে টিকা গ্রহিতার সংখ্যা বেশি থাকায় টিকা দিতে জটিলতা হচ্ছে বলেও জানান সেবিকারা। সুনিদর্িষ্ট লাইন ও টিকা প্রদানে এই সকল বিড়ম্বনা দূর করা প্রয়োজন বলে মনে করছেন অনেকে।
Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)

No comments