ইঁদুর মারার ফাঁদে যুবকের মৃত্যু
নোয়াখালীর বেগমগঞ্জে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ হারুন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে উপজেলার ছয়ানী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মোহাম্মদ হারুন উপজেলার ছয়ানী ইউনিয়নের মৃত আবদুল মালেকের ছেলে।
স্থানীয় বাসিন্দা সবুজ জানান, দোয়ালিয়া গ্রামের বলবাড়ির পাশে ধানক্ষেতে হারুনের মরদেহ দেখে স্থানীয় এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ছয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অহিদুজ্জামান অহিদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু কারও কাম্য নয়। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকা উচিৎ। বিদ্যুতের অপব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments