সিসিইউতে বিএনপি নেতা মির্জা আব্বাস
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বুকে ব্যথা ওঠায় মির্জা আব্বাসকে হাসপাতালের
সিসিইউতে ভর্তি করা হয়েছে। বর্তমানে চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।
এর আগেও উচ্চমাত্রার ডায়াবেটিস ও কোমরের হাড় ক্ষয়ের জন্য একাধিকবার হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে মির্জা আব্বাসকে।
প্রসঙ্গত, একই হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গত ১৩ নভেম্বর হাসপাতালে ভর্তির পর পরীক্ষা-নীরিক্ষা শেষে তাকে সিসিইউতে নেওয়া হয়।
Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments